Skip to main content

Durga Puja essey in bengali student and children

 দুর্গা পূজা





ভূমিকা:- দূর্গাপূজা হিন্দুদের অভিজাত উৎসব ।এই উৎসবে সকলকে আনন্দে মেতে ওঠে।বাঙালিরা ঘরে ঘরে আনন্দে স্রোত বইতে থাকে।

প্রস্তুতি:- এ সময় প্রত্যেক বাঙালি হিন্দুই সাধ্যমতো নতুন নতুন জামকাপড় কিনে থেকে। এই জন্যে পুজোর প্রায় একমাস আগে থেকেই জামাকাপড় দোকানে ভিড় পরে যায়।পুজো উপলক্ষে প্রায় একমাস স্কুল ,কলেজ ,আদালত সব বন্ধ থাকে । দূরে বিদেশে যারা কাজ করে। তারা এ সময় বাড়ি ফিরে আসে।



সময় :- আমাদের এই পশ্চিমবঙ্গে শরৎকালে ও বসন্তকালে বছরে মোট দুবার পুজো হয়। শরৎকালের পুজো কে শারদীয় পূজা আর বসন্তকালের পূজা কে বাসন্তী পূজা বলে।




বর্ণনা :- দুর্গা তার বাহন সিংহের ওপরে দাঁড়িয়ে থাকেন । তাঁর  বাঁ দিকে বীণা হাতে তাঁর এক কন্যা সরস্বতী আর ডানদিকে আর এক কন্যা লক্ষী সরস্বতীর বাঁ দিকে তিরধনুক হাতে এক পুত্র কার্তিক ।লক্ষী র ডানদিকে আর এক পুত্র হস্ত্রমুখ গণেশকে দেখা যায়।দুর্গা মা মহিষাসুরকে বধ করছে।



পূজা প্রণালী:- শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে ঘট বসিয়ে পুজো শুরু করা হয় একে বোধন  বলে ।এরপর সপ্তমী , অষ্টমী, নবমী, দশমী এই চার দিন পুজো চলে।দশমীর দিন বিসর্জন।





উপহংহার :- বিসর্জন এর আগে বরণ সিঁদুর খেলা সব মহিলারা মেতে উঠে সিঁদুর খেলতে ।বিসর্জন এর পরে ছোটরা বড়ো দের প্রমাণ করে আর বড় র পরস্পরে কোলাকুলি করে মিষ্টি খওয়ানো হয়।

 





Comments